Banglarbhumi Land Record 2020 - Banglarbhumi West Bengal - যেভাবে আপনার জমির রেকর্ড দেখতে পারবেন!

আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার জমি বা ভুমির রেকর্ড দেখতে পারবেন.

(Banglarbhumi) অনেক সময় ভুল বসতো আপনার নিজের রেকর্ড জমি অন্নের রেকর্ড এ চলে যায় এবং সেটা আপনি জানেন বা কেউ নিজের ইচ্ছায় আপনার জমি নিজের নাম এ রেকর্ড করিয়ে নেয়.এ জন্য আপনি কোনো ঝামেলা বা সরকারি কোনো অফিস এ গিয়ে চেক করতে হবে না নিজেই অনলাইন থেকে চেক করতে পারবেন আপনার ভূমি (Banglarbhumi)....

প্রথমেই এই লিংক এ ক্লিক করুন....

 Click Here...



1.ক্লিক করার পর এমন একটি পেজ দেখতে পাইবেন আবার মার্ক করা বাটন টিতে ক্লিক করুন.

(Banglarbhumi 2020 Land Record)

 2.এর পর এমন একটি পেজ খুলবে.যেখানে আপনার জেলার,থানার মৌজা দিতে হবে.এবং খতিয়ান নম্বর দলিল দেখে টাইপ করুন..


A. (District) আপনার জেলা দিন
B.(Block) মানে থানা দিন 
C.(MOUZA) আপনার পাশাপাশি যে মৌজা অফিস আছে সেটা দিন

Option  


এবার আপনি দুটি পদ্দতিতে রেকর্ড দেখতে পারবেন.
1.Search by Khatian (খতিয়ান দিয়ে)
2.Search by plot  (প্লট নম্বর দিয়ে)

এর পর জেলা,থানা,মৌজা দেয়ার পর আপনার যদি খতিয়ান নম্বর মনে (আপনার দলিল এ পাবেন) থাকে বা প্লট নম্বর (ঘরের গায়ে লেখা থাকে) মনে থাকে.. Banglarbhumi in west Bengal land record online check by khatian and plot number.

এর পর খতিয়ান বা প্লট না দিয়ে ৬ সংখ্যার ক্যাপথা কোড টি ফাকা বক্সে টিতে লিখে View বাটন এ ক্লিক করে দেখে নিন আপনার জমির রেকর্ড.....

Banglarbhumi is an online portal from where you can get land records for land/properties located in West Bengal. The platform also helps you gather information on the property cost, name of the present owner, land area, map of the land, Record of Rights, plot number, Online Land Record 2020 - Banglarbhumi  West Bengal  - যেভাবে আপনার জমির রেকর্ড দেখতে পারবেন!

Post a Comment

0 Comments