How to Search (Officially) WB Voter Card by name West Bengal 2020 - WBscheme.in

হ্যালো,
আজকে আমি আফনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ভোটার কার্ড দেখতে পারবেন লিস্ট ছাড়া. এবং আপনার যদি ভোটার কার্ড যে কোনো রকম ভুল থাকে যেমন জন্ম তারিখ,নিজের নাম,বাবা মায়ের নাম এবং ঠিকানা ও যদি নতুন করে সংসদন করে থাকেন সেটা চেক করতে পারবেন কোন ঝামেলা ছাড়া এবং আপনাকে লিস্ট দেখতে হবে না...

প্রথমে নিচের দেওয়া লিংকে ক্লিক করুন এবং অফিসিয়াল ওয়েবসাইট  চলে যান.

 Click here ...





 ক্লিক করার পর এরকম ধরনের একটি পেজ আপনি দেখতে পারবেন,এটি একটি government-issued ওয়েবসাইট.
প্রথমেই নিয়ম অনুসারে আপনার নাম ঠিকানা এবং ডেট অফ বার্থ এবং বাবার নাম লিখতে হবে যদি না পারে থাকেন আরে নিচের স্টেপ ফলো করুন..

1. প্রথমেই আপনি আপনার নাম বা আপনি যদি অন্য কারো নাম খুঁজতে চান তার নাম সেই নামটি টাইপ করুন ..

 2.এরপর চাইলে আপনি আপনার জন্ম সাল এবং আপনার কত বছর সেটা পিক দিতে পারেন এবং অন্য কারো নামটি খুঁজতে তার জন্ম তারিখ যদি আপনার জানা থাকে তাহলে আপনি দিতে পারেন না হলে আনুভূমিক তার বয়স কত সে বয়স আপনি দিতে পারেন .

3.এরপর জন্ম তারিখ দেওয়া পর আপনি আপনার রাজ্য ,জেলা এবং থানা সিলেক্ট করে নিন.
4.এরপর আপনি আপনার বাবা আর যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নাম দিয়ে দিন.এরপর লিঙ্গ আপনি মহিলা না পুরুষ সেটা সিলেক্ট করুন

 5. এরপর নিচে দেওয়া ছয় সংখ্যার শব্দটি Captcha Text নামক বক্সটিতে হুবহু টাইপ করুন  এবং সার্চ বাটনে ক্লিক করুন.



 6.যদি আপনার কার্ডটি হয়ে থাকে তাহলে এরকম ধরনের একটি আপনি রিপোর্ট দেখতে পারবেন..

এরপর View Details এ Click করে আপনি আপনার সবকিছু চেক করে নিতে পারেন যেমন নাম,ঠিকানা,বাবার নাম,জন্মতারিখ ইত্যাদি..


আশা করি আপনারা সকলেই এই পদ্ধতিতে আপনি আপনাদের  ভোটার কার্ডের সকল কিছু চেক করতে পারেন এবং সেখানে যদি কোন ভুল থাকে সেটি আপনি সংশোধন করতে পারেন তবে সংশোধন করার জন্য আমরা নেক্সট একটি পোস্ট করব ..
আমাদের এই ওয়েবসাইট আশা করি আমাদের সাথেই থাকবেন এবং আপনারা যদি নতুন কোন ভোট করার জন্য কারো  বা ফ্যামিলির কারো জন্য আবেদন করে থাকেন তাহলে আপনি আবেদন করার থেকে দুমাস পর এই ওয়েবসাইট থেকে নাম ঠিকানা এবং বয়স দিয়ে আগেই চেক করে নিতে পারেন আপনার ভোটের কার্ড হয়েছে কিনা..
 ধন্যবাদ






 

Post a Comment

1 Comments

  1. Thanks for sharing this article, It was helpful and informative, This helped us a lot. (Autonomous Communication)

    ReplyDelete