MCQ Of Bengali Grammar Question And Answer Bengali PDF Book. Most of The Students search On Web(internet) Bengali 2500 MCQ Of Bengali Grammar Question & answer pdf book. We help to give a good quality 2500 MCQ Of Bengali Grammar pdf materials for WBCS, Group D, PSC, SSC, RRB, Police Etc Exam. In this pdf, you can get 2500 MCQ Of Bengali Grammar Question & Answer in the Bengali Language For All Competitive Exam.
Table of Content:
- ভাষা
- ধ্বনিতত্ব ও ধ্বনি পরিবর্তন
- ণ-ত্ব ও ষ-ত্ব বিধান
- সন্ধি ও বিচ্ছেদ
- পুরুষ ও স্ত্রীবাচক শব্দ
- বচন
- সমাস
- উপসর্গ
- ধাতু
- শব্দের শ্রেণীবিভাগ
- পদ-প্রকরণ’
- কারক-বিভক্তি ও অনুসর্গ
- উক্তি পরিবর্তন
- বাচ্য ও বাচ্য পরিবর্তন
- যতি বা ছেদ চিহ্নের লিখন কৌশল
- বাক্যের শ্রেণীবিভাগ
প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট-এর ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট এর প্রস্তুতি নেবেন কীভাবে?
✔ কীভাবে তৈরি হতে হবে
1. নিজের এলাকা, জেলা, রাজ্য সম্পর্কে ধারণা।
2.যে বিষয় নিয়ে আপনি পড়াশোনা করেছেন তার সম্পর্কে ধারণা।
3. শিক্ষা, শিক্ষক, ছাত্র সম্পর্কে ধারণা।
4. শিক্ষা সংক্রান্ত নানা প্রকল্প, যেমন – মিড ডে মিল।ক্লাস i থেকে iv আর v থেকে viii-এর পাঠ্যসূচি সম্পর্কে ধারণা।
5. সাম্প্রতিক ঘটনাবলী সম্বন্ধে জ্ঞান।
6.পরিবেশ সংক্রান্ত জ্ঞান।
7.যে কোনও উত্তরের পক্ষে যেন আপনার যুক্তি থাকে।
8. যে দিন পরীক্ষা দিতে যাবেন ও-ই দিনটি কোনও কারণে গুরুত্বপূর্ণ হলে সেটি সম্বন্ধে জেনে যাবেন।
9. আপনাকে ইন্টারভিউ বোর্ডে যেকোনো ধরনের প্রশ্ন করতে পারেন, ঠান্ডা মাথায় বুঝে সব কটির উত্তর দিন।
10.উত্তর সম্পূর্ণ ভাবে দেবেন। যাতে সেই উত্তর ঘিরে অন্য প্রশ্ন করার সুযোগ না থাকে। যে উত্তর জানা নেই সেটা বানিয়ে বলার দরকার নেই। সেক্ষেত্রে সরাসরি ‘জানা নেই’ বলে দেওয়াই ভালো।
11. আপনাকে মনে রাখতে হবে, যাঁরা পরীক্ষা নিচ্ছেন তাঁরা উত্তরগুলি জেনেই আপনাকে প্রশ্ন করছেন।
✘ ইন্টারভিউ বোর্ডে কী করবেন বা করবেন না —
- মোবাইল ফোন ব্যবহার করবেন না।
- কোনও নেশার দ্রব্য সঙ্গে নিয়ে বা খেয়ে ঢুকবেন না।
- অনুমতি নিয়ে তবেই ঢুকবেন বা বেরোবেন।
- বসতে বললে তবে নির্দিষ্ট জায়গায় বসবেন।
- টেবিলে হাত দেবেন না বা হাত-পা নাড়িয়ে কথা বলবেন না।
- চুল মার্জিত ভাবে কাটুন।
- পোশাক হবে মার্জিত, রুচিবোধ সম্পন্ন।
- মহিলারা শাড়ি বা সালওয়ার পরবেন।
- পুরুষরা ফুলহাতা জামা ও সাধারণ প্যান্ট পরুন। জিনস পরবেন না।
- মহিলারা হিল উঁচু জুতো পরবেন না।
- পুরুষরাও স্বাভাবিক জুতো ব্যবহার করবেন।
- মহিলারা অতিরিক্ত গয়না পরবেন না ও চুল বাঁধবেন সাধারণ ভাবে।
- প্রশ্ন না পারলে বিরক্তি প্রকাশ করবেন না।
- আগে যাঁরা ইন্টারভিউ দিয়েছেন ও সফল হয়েছেন তাঁদের সঙ্গে আলোচনা করুন।
- সমস্ত ক্ষেত্রেই মনে রাখবেন আপনি এক জন শিক্ষক বা শিক্ষিকা হতে চলেছেন। অতএব সেই অনুযায়ী আপনার চালচলন হওয়া জরুরি। ভয়ে কুঁকড়ে যাবেন না। সাহস ও সততা নিয়ে ইন্টারভিউ বোর্ড-এর মুখোমুখি হবেন।
File Details:
File FORMAT PDF
File Size 5MB
Credit :Swapno.in
1 Comments
read more
ReplyDelete