Bengali Most important Current Affairs about indian History 2020 | ভারতীয় ইতিহাস নিয়ে ৫০টি কারেন্ট অ্যাফেয়ার্স

General Studies & Current Affairs for Bank, SSC, CLAT, Civil Services and other Competitive Exams ..I am providing Indian History GK Questions for Competitive Exams. ... This post of Modern Indian History General knowledge Questions is very important! Latest Current Affairs in March, 2020 about West Bengal [WBPSC]. Crisp news summaries and articles on current events about West Bengal [WBPSC] for IBPS OF West Bengal Current Affairs 2020.
Best website for GK questions and answer, General Knowledge and current affairs. ... in India for General Knowledge (GK), Current Affairs and General Knowledge



01. ২০১৭ ওয়ার্ল্ড সাউন্ড ট্র্যাক পুরষ্কারে কোন ভারতীয় মননীত হয়েছেন ?
উঃ এ আর রহমান
02. নীতি আয়োগের জাতীয় অনুষ্ঠানটি ভারতের কোথায় অনুষ্ঠিত হল ?
উঃ নিউ দিল্লী
03. মঙ্গোলিয়ার নতুন রাষ্ট্রপতি কে হলেন ?
উঃ খালত্ম্যাগিন বাটুল্গ্যা
04. গোল্ডেন পিকক এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট পুরস্কারটি কোন কোম্পানীকে দেওয়া হল ?
উঃ ড্যানফোস ইন্ডিয়া
05. ২০১৭ ফর্মুলা ওয়ান অস্ট্রিয়ান গ্র্যান্ড প্রিক্স প্রতিযোগিতায় কে জয়ী হলেন ?
উঃ ভ্যাল্টেরি বুটাস
06. Livelihood Intervention & Facilitation of Entrepreneurship - প্রকল্পটি ভারতের কোন রাজ্যে চালু করা হল ?
উঃ মেঘালয়
07. ডিপার্টমেন্ট অফ ইকোনোমিক অ্যাফেয়ার্স -এর নতুন সেক্রেটারি কে হলেন ?
উঃ সুভাষ গার্গ
08. বিশ্ব পেট্রোলিয়াম কংগ্রেসের আন্তর্জাতিক সম্মেলন সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হল ?
উঃ টার্কি
09. ২০১৭ মারুতি সুজুকি  লিভিং লেজেন্ট অফ দ্য ইয়ার পুরষ্কার কোন খেলোয়াড়কে দেওয়া হল ?
উঃ মিলখা সিং
10. দান্ডেলি ওয়ার্ল্ড স্যাংচুয়ারি কোথায় অবস্থিত ?
উঃ কর্ণাটক
11. BCCC -এর নতুন চেয়ারপার্সন কে হলেন ?
উঃ জাস্টিস বিক্রমজিত সেন
12. ' নরেন্দ্র মোদিঃ দ্য মেকিং অফ এ লেজেন্ড ' - বইটির লেখক কে ?
উঃ বিন্দেশ্বর পাঠক
13. অরনামেন্টাল ফিস হ্যাচারি স্থাপন করতে চলেছে কোন রাজ্য ?
উঃ হরিয়ানা
14. সদ্য প্রয়াত নোবেল প্রাপক লিউ জিয়াবো কোন দেশের বাসিন্দা ছিলেন ?
উঃ চীন
15. ২০১৭ এশিয়ান আথলেটিক্স চ্যাম্পিয়ানশীপে সোনা জয়ী সুধা সিং কীসের সাথে যুক্ত ?
উঃ স্টিপল চেজ
16. ২০১৭ ফ্যামিলি প্ল্যানিং সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে ?
উঃ ইউনাইটেড কিংডমে
17. পানগোলাখা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোথায় অবস্থিত ?
উঃ সিকিম
18. সাউথ চায়না সমুদ্রের কিছু অংশের নাম বদলে কি রাখল ইন্দোনেশিয়া ?
উঃ নর্থ নাটুনা সমুদ্র
19. ২০১৭ স্কচ কন্সাল্টেন্সি সার্ভিসেস ' পারসোনালিটি অফ দা ইয়ার ' কে হলেন ?
উঃ বিজয়া ব্যাঙ্কের সিইও কিশোর সানসি
20 সম্প্রতি শ্রীনগর মিউনিসিপাল কর্পোরেশনের দূত করা হল ?
উঃ বিলাল ধর
21. ইউনিসেফের গ্লোবাল গুডউইল অ্যাম্বাসেডর হলেন কোন প্রাবাসী ভারতীয় ?
উঃ লিলি সিং
22. জ্যাভলিন থ্রো- তে ২০১৭ প্যারাঅ্যাথলেটিক চ্যাম্পিয়ানশীপে সোনা জিতেছেন কোন ভারতীয় ?
উঃ সুন্দর সিং
23. প্রনবের প্রেয়সী [ প্রেসিডেন্ট'স লেডি ] বইটির লেখিকা কে ?
উঃ সঙ্গীতা ঘোষ
24. কোন দেশ সম্প্রতি কন্সটিন্টিউয়েন্সী  ডিলিমিটেশন কমিশন স্থাপন করেছে ?
উঃ নেপাল
25. সম্প্রতি প্রয়াত মারিয়ম মির্জাখানী কীসের সাথে যুক্ত ছিলেন ?
উঃ ফিল্ড ম্যাথামেটিক্স
26 জিএসটি -এর নতুন ওয়েব পেজ চালু করলো কোন সংস্থা ?
উঃ PIB
27.জিএসটি এর সম্পূর্ণ টেকনোলজি তৈরি করতে ও রক্ষণাবেক্ষণ করার জন্য ইনফোসিসকে  কত টাকা কন্ট্রাক্ট দেওয়া হয়েছে ?
উঃ ১৩৮০ কোটি টাকা
28. ১লা জুলাই ভারতে কোন দিবস পালন করা হয় ?
উঃ ন্যাশানাল ডক্টরস ডে
29. ভারতের নতুন অ্যাটর্নি জেনারেল পদে কে নিয়োগ হলেন ?
উঃ কে কে ভেনুগোপাল
30. তাকেহিকো নাকাও কোন ব্যাঙ্কের প্রেসিডেন্ট ?
উঃ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের
31. ভারতের ইলেকশান কমিশনের নতুন চিফ কমিশনার হিসাবে কে নিয়োগ হলেন ?
উঃ এ কে জ্যোতি
32.পর্যটনে উন্নয়ন করার জন্য সম্প্রতি কেন্দ্র সরকার পুদুচ্চেরীকে কত টাকা দিল ?
উঃ ১০৭ কোটি টাকা
33. লক্ষ্মন রাওয়াত কোন খেলার সাথে যুক্ত ?
উঃ স্নুকার
34.সম্প্রতি কোন ফুলকে মোদির নাম দেওয়া হল ?
উঃ ইজরায়েলের ক্রিসেন্থামাম
35. ন্যাশানাল ডিসাস্টার রেসপন্স ফোর্সে নতুন চীফ কে হলেন ?
উঃ সঞ্জয় কুমার
36. ' দ্রি ' উৎসব কোন রাজ্যে পালিত হয় ?
উঃ অরুনাচল প্রদেশ
37. ১৯শে জুলাই কোন দিবস পালিত হল ?
উঃ সেফ পাবলিক সেক্টর ব্যাঙ্ক দিবস
38. ' জি রাইড' অ্যাপটি কোন রাজ্যে চালু হল ?
উঃ কর্ণাটক
39. হংকং এর প্রথম মহিলা চিফ একজিকিউটিভ কে হলেন ?
উঃ কেরি ল্যাম 
40. ক্রিয়েটিভ ইন্ডিয়া , ইনোভেটিভ ইন্ডিয়া - স্কিমটি কীসের সাথে যুক্ত ?
উঃ আই পি আর অ্যাওয়ারনেস ।
41. সম্প্রতি ইন্ডিয়ান অয়েল ডিল এর সাথে কোন দেশ যুক্ত হল ?
উঃ ভিয়েতনাম
42. সম্প্রতি ন্যাটোর ২৯তম সদস্য হল কোন দেশ ?
উঃ মন্টেনিগ্রো
43. ২০১৭ এশিয়ান আথলেটিক্স চ্যাম্পিয়ানশীপে ভারত ক'টি স্বর্ণপদক পেয়েছে ?
উঃ ১২টি
44. এলিভেট ১০০ - স্কিমটি কীসের সাথে যুক্ত ?
উঃ ইন্ডিয়ান স্টার্টআপ কোম্পানি
45. ' বুদ্ধিগন্ধকী হাইড্রোপাওয়ার ' প্রোজেক্টটি কোন দেশের ?
উঃ নেপাল
46. সুব্রত পাল কোন খেলার সাথে যুক্ত ?
উঃ ফুটবল
47. আমেদাবাদ - সম্প্রতি কোন আন্তর্জাতিক মর্যাদা পেল ?
উঃ ওয়ার্ল্ড হেরিটেজ
48. সম্প্রতি চালু হওয়া 'ট্যাক্স পেয়ার সার্ভিস মডিউল '- এর নাম কি ?
উঃ আয়কর সেতু
49. ১১ই জুলাই কোন দিবস পালিত হল ?
উঃ ওয়ার্ল্ড পপুলেশান ডে
50. ভারতের কোথায় সম্প্রতি অনলাইন আর-টি-আই চালু করলো ?
উঃ দিল্লি


 More important Bengali Current Affairs 2020 Link:

1. Daily Current Affairs in Bengali 2020 | Latest Bangla Gk and Current Affairs of this 2020 year

2. Railway Group D Current Affairs and GK in Bengali 2020 | রেলওয়ে গ্রুপ ডি কারেন্ট অ্যাফেয়ার্স 202



Post a Comment

0 Comments